Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মাধ্যমে বিধবা, স্বামী পরিত্যাক্তা, অহসায়, দরিদ্র নারীদের বৃত্তিমূলক সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

প্রশিক্ষনের মেয়াদ: ৪ মাস

প্রতিব্যাচে ৩০ জন

প্রথম ব্যাচঃ (জানুয়ারী - এপ্রিল), দ্বিতীয় ব্যাচঃ ( মে - আগষ্ট), তৃতীয় ব্যাচঃ  ( সেপ্টেম্বর - ডিসেম্বর)

 

জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অত্র এলাকার গরীব ,দুঃস্থ, অসহায়, বিধবা ও প্রান্তিক মহিলাদের বিনা খরচে “নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়)” এর আওতায় “ব্লক-বাটিক ও স্ক্রীণ প্রিন্ট” প্রশিক্ষণ দেওয়া হয়। 

প্রশিক্ষনের মেয়াদ: ৪ মাস

প্রতিব্যাচেঃ ৫০ জন

প্রথম ব্যাচঃ (জানুয়ারী - এপ্রিল), দ্বিতীয় ব্যাচঃ ( মে - আগষ্ট), তৃতীয় ব্যাচঃ  ( সেপ্টেম্বর - ডিসেম্বর)

 

এছাড়াও আমাদের এখানে মহিলাদের “জেলা ভিত্তিক মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প( ৬৪ জেলা)” নামে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

 চালু আছে।

প্রশিক্ষনের মেয়াদ: ৬ মাস

প্রতিব্যাচেঃ ৪৮ জন

প্রথম ব্যাচঃ (জানুয়ারী - জুন), দ্বিতীয় ব্যাচঃ ( জুলাই - ডিসেম্বর)

 

আমাদের অফিসে মহিলাদের আত্নকর্ম সংস্থানের জন্য স্বকর্ম সহায়ক এবং ক্ষুদ্রঋণ নামে দুটি ঋণ প্রদান কর্ম সুচি চালু আছে।

 

এবং নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান করা হয়।