Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

জেলা শাখা , চুয়াডাঙ্গা।

 

              জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখায় মহিলাদের চার মাস মেয়াদী দর্জ্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিব্যাচে ১৫ জন করে দুই শিপটে মোট ৩০ জনকে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ পত্র দেওয়া হয় । মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষদ্র ঋণ দেওয়া হয়েছে ১২১,৭৫,০০০(এক কোটি একুশ লক্ষ পঁচাত্তর হাজার ) টাকা, যার আদায়ের হার ৯৩%। স্ব-কর্মসহায়ক ঋণ বিতরণ করা হয় যার আদাযের হার ৯৮% । এছাড়া মহিলাদের “নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়)” এর আওতায় “ব্লক-বাটিক ও স্ক্রীণ প্রিন্ট” প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি ব্যাচ ২৫ জন করে দুই শিফটে মোট ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হয় । ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিব্যাচে ৫০(পঞ্চাশ) জন মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হয় ।

জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা শাখায় বিভিন্ন ট্রেডে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের তথ্যাদি নিম্নে ছকের মাধ্যমে দেওয়া হলো-

ক্রমিক নং

ট্রেডের নাম

কোর্স সম্পন্নকারী ছাত্রী সংখ্যা

সফলতা পেয়েছে এমন প্রশিক্ষণার্থীর সংখ্যা

মন্তব্য

০১

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচি

৩১০ জন

২২জন

চলমান

০২

দর্জি বিজ্ঞান( সেলাই ও এমব্রয়ডারী)

২১৩০ জন

১৩৫ জন

চলমান

০৩

ব্লক-বাটিক ও স্ক্রীণ প্রিন্ট

১৬৮ জন

৩ জন

চলমান

০৪

মোট ঋণ বিতবরণ-১,২১,৭৫,০০০/

১০১২ জনকে

আদায়ের হার ৯৩%

চলমান

০৬

বিউটিফিকেশন

২২৪ জন

১৮ জন

সমাপ্ত

০৭

খাদ্য প্রক্রিয়াজাতকরণ

২২১ জন

১২ জন

সমাপ্ত