Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

জেলা কার্যালয় , চুয়াডাঙ্গা।

jms.chuadanga.gov.bd

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলেনিয়ামে ডেভেলপমেন্ট গোল(MDGS) দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP)এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসুচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিটিজেন চার্টার।

ক্রঃনং

কার্যক্রম

সেবা সমূহ

লক্ষ্য ও উদেশ্য

সেবা গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠান

সেবা প্রাপ্তির স্থান

সেবা প্রাপ্তির সময় সীমা

সেবা গ্রহণকারী যোগ্যতা/নিয়মাবলী/শর্ত

সেবা দানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

০১

বৃত্তিমুলক প্রশিক্ষণ কার্যক্রম

দর্জ্জি বিজ্ঞান (সেলাই ও এমব্রয়ডারী) প্রশিক্ষণ

বৃত্তিমুলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের গরীব, দৃঃস্থ, অসহায়, বিধবা মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে আত্ন-কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

দেশের অনগ্রসর, অবহেলিত, দরিদ্র বেকার মহিলা।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে।

 

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

 

৪ মাস মেয়াদী প্রতি ব্যাচে ২ শিফটে ৩০ জন করে।

০২

নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়)

ব্লক-বাটিক ও স্ক্রীণ প্রিন্ট প্রশিক্ষণ

জেলার প্রান্তিক গরীব, দৃঃস্থ, অসহায়, বিধবা মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে আত্ন-কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

গরীব, দৃঃস্থ, অসহায়, বিধবা মহিলা।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে।

 

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

৪ মাস মেয়াদী প্রতি ব্যাচে ২ শিফটে ৫০ জন করে।

০৩

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সহযোগিতা প্রদান

স্বকর্ম সহাযক ঋণ কার্যক্রম (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত, (সার্ভিস চার্জ ৫%) এর আওতায় দুঃস্থ, অসহায়, বেকার ও উদ্যোগী মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫,০০০/- টাকা -২০,০০০/- টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

দরিদ্র, বেকার, দক্ষ, অদক্ষ, উদ্যোমী মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

দরিদ্র, বেকার, দক্ষ, অদক্ষ, উদ্যোমী মহিলা।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে।

১। ঋণ গ্রহণে ইচ্ছুক মহিলাদের স্থানীয় হতে হবে।

২। তাদের বয়স হতে হবে ১৮-৫৫ বছর।

৩। দুঃস্থ, স্বামী পরিত্যাক্ত, বিধবা এবং প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাগণ অগ্রাধিকার পাবেন।

৪। নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

 

 

০৪

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় মহিলা সংস্থার ৫০ টি উপজেলা শাখা এবং ৫৮ টি জেলা সদর উপজেলা শাখা নিয়ে মোট ১০৮ টি শাখা অফিসের মাধ্যমে মাথাপিছু ৫,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা (৫%সার্ভিস চার্জ-এ) ঋণ বিতরণর করা হয়।

দরিদ্র, বেকার, দক্ষ, অদক্ষ, উদ্যোমী মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

দরিদ্র, বেকার, দক্ষ, অদক্ষ, উদ্যোমী মহিলা।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে।

১। ঋণ গ্রহণে ইচ্ছুক মহিলাদের স্থানীয় হতে হবে।

২। তাদের বয়স হতে হবে ১৮-৫৫ বছর।

৩। দুঃস্থ, স্বামী পরিত্যাক্ত, বিধবা এবং প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাগণ অগ্রাধিকার পাবেন।

৪। নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

 

 

০৫

জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ

কম্পিউটার প্রশিক্ষণ

সরকার ঘোষিত ভিশন ২০২১ অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দক্ষ নারী কর্মী গড়ে তোলা

শিক্ষিত বেকার মহিলাগণ।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে।

 

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

৬ মাস মেয়াদী প্রতি ব্যাচে ২ শিফটে ৫০ জন করে।

০৬

সচেতনতা
বৃদ্ধিমূলক কার্যক্রম 

উঠান বৈঠক

নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠন।

জেলার প্রান্তিক জনগোষ্ঠি।

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

প্রতি মাসে ২-৩ টি

 

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

 

০৭

আইনগত সহায়তা প্রদান

আইনগত সহায়তা প্রদান

নির্যাতিত দুঃস্থ অসহায় মহিলা যারা বিচার পেতে অসমর্থ বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান করা হয়। 

নির্যাতিত দুঃস্থ অসহায় মহিলা

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়                                                                                                 চুয়াডাঙ্গা।

 

আবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে।

 

জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা।                                                                                              

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্তণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা প্রদান।